
কাজী অফিস
রাজৈর পৌরসভায় আপনাকে স্বাগতম
আমাদের সেবাসমূহ
১. বিবাহ রেজিষ্ট্রেশন
২. তালাক রেজিষ্ট্রেশন
২. ভিন্ন ধর্মের লোকদের বিয়ে ও তালাকের ব্যাপারে পরামর্শ ও ব্যবস্থা গ্রহন করা হয়
৩. জটিল বিয়ে ও তালাক সংক্রান্ত ব্যাপারে সমাধান ও সৌজন্যমূলক পরামর্শদান
৪. বিদেশে অবস্থানরত বর/কনের সাথে স্কাইপি ও ওয়েব ক্যামেরার সংযোগে বাংলাদেশে অবস্থানরত বর - কনের বিবাহ পড়ানো ও রেজিষ্ট্রেশন করা হয়।
৫. দেশ-বিদেশ ভ্রমণের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান করা হয়
৬. বিদেশে ইমিগ্রেশন বা সিটিজেনশীপের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান
৭. কোর্ট ম্যারেজ প্রসেসিং
৮. যারা শুধু পূর্বে শরীয়া অনুযায়ী বিয়ে করেছেন কিন্তু সরকারী কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রি করেননি, তাদের জন্য নতুন করে বিবাহ রেজিষ্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদান
৯. যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুম্যান্ট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্ট রি-ইস্যুকরন।
১০. ম্যারেজ সার্টিফিকেটের বাংলা, ইংরেজি অনুবাদ, স্টাম্পিং এবং বিশেষ প্রয়োজনে নোটারি / আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা হয়
১১. ঝামেলামুক্ত , নিরাপদ ও আধুনিক পরিবেশ।
১২. বিশেষ প্রয়োজনে হোম সার্ভিস দেওয়া হয়।
![]() | ![]() | ![]() | ![]() |
---|

কাজী মাওলানা মোঃ এমদাদুল হক
01712410490

‘আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস-দাসীদের বিবাহ দাও। তারা অভাবি হলে (চরিত্র রক্ষার জন্য যদি বিয়ে করে তবে) আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।’ (সুরা নুর : আয়াত ৩২)